ঢাকাশনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে বীরমুক্তিযোদ্বা মোঃ নুরুল হক কে রাষ্টীয় মর্যাদায় দাফন

Link Copied!

হোসেনপুর উপজেলার পূর্ব দ্বীপেশ্বর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল হক (৮০) মারা গেছেন। শুক্রবার (০১ সেপ্টেম্বর্) বিকেলে উপজেলার পূর্ব দ্বীপেশ্বর গ্রামে  জানাজা নামাজ  শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে, শুক্রবার (০১ সেপ্টেম্বর্) সকাল ৯টায় উপজেলার পূর্ব দ্বীপেশ্বর গ্রামের নিজ বাড়িতে শারীরিক অসুস্থতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের  জানাজায় উপস্থিত ছিলেন-হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু, সহ বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক দলের নেতারা, জনপ্রতিনিধি ছাড়াও  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রান মুসুল্লিগন ৷  মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধাগণ সহ এলাকার  নানা শ্রেণি-পেশার মানুষ গভীর শোক  ও  পরিবারের সকলের প্রতি  সমবেদনা প্রকাশ করেন ৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।