
মেহেদী হাসান সেতু, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জে চাচাতো ভাইয়ের লোহার আঘাতে মা ছেলে গুরুতর আহত হয়েছেন। প্রথমে ছেলেকে রক্ষার্থে মায়ের একাধিক আঙ্গুল ও পরে ছেলের হাত থেকে কব্জি বিছিন্ন হয়ে যায়।
বুধবার (১৬ এপ্রিল) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের মাটিয়া পাড়ায় এমন ঘটনা ঘটে।
ঘটনায় আহতরা হলেন রঞ্জু সরকারের স্ত্রী মাহফুজা বেগম ও তার সন্তান আব্দুল মামুন। অভিযুক্ত আসামী একই এলাকার ফেরদৌসের পুত্র মোস্তাফিজুর রহমান।
আহতদের স্থানীয় জনতার সহযোগিতায় দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে আসা হলে হলে মা-ছেলের অবস্থা আশংকাজনক দেখে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল ও হাসপাতালে পাঠানো হয়।
মামুনের স্ত্রী জাহানারা বেগম গণমাধ্যমকে বলেন, অভিযুক্ত মোস্তাফিজুর একজন নিয়মিত মাদকসেবী এবং পারিবারিক কলহে লিপ্ত। প্রায়শই তার স্ত্রীকে নির্যাতন করে আসছেন। দাম্পত্য কলহ মিমাংসার লক্ষে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী বসলে। আহত মামুন অভিযুক্ত মোস্তাফিজুরকে শাসনের জন্য বয়স্কদের অনুরোধ জানালে মোস্তাফিজুর ক্ষিপ্ত হয়ে যায়।
বুধবার সকালে মামুন মোটরসাইকেল নিয়ে বেড় হলে পিছন থেকে মোস্তাফিজুর লোহার রড দিয়ে অতর্কিত হামলা চালালে মোস্তাফিজুর মাটিয়ে লুটিয়ে পড়ে। একপর্যায় মোস্তাফিজুরের লৌহদণ্ডের আঘাতে মামুনের ডান কান বিছিন্ন হয়ে যায়। মানুনকে বাঁচাতে তার মা আসলে তাকে লোহা দিয়ে পিটাইতে থাকে। লোহার আঘাতে মাহফুজা বেগমের হাতের একাধিক আঙ্গুল বিছিন্ন হয়ে যায় এবং মামুনের হাতের কব্জি আলাদা হয়ে যায়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। এই বিষয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।