মোস্তাফিজার রহমান, দিনাজপুর:
দিনাজপুরে বৈষম্যবিরোধী কোটা ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় এইচএসসি পরীক্ষার্থী রাহুল ইসলাম (১৮) মৃত্যু বরণ করেন। ৯ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।রাহুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার ৩ নং ফাজিলপুর ইউনিয়নের রানীগঞ্জ বাজার মহারাজপুর বিজুলশাহী গ্রামের মোঃ মোসলেম উদ্দিনের ছেলে। তিনি এবার রানীগঞ্জ এহিয়া হোসেন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।দিনাজপুরে বৈষম্যবিরোধী কোটা ছাত্র আন্দোলনে অংশ গ্রহণ কারীদের সঙ্গে গত ৪ জুন পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ওইদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অসংখ্য টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও গুলি ছোড়ায়।এ সময় গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত পৃায় ৫০ জন।সে সময় রাহুল ইসলাম দুপুরে কোর্ট চত্বরে গুলিবিদ্ধ হন। তাকে আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সন্ধ্যা ৭টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা জানা যায় রাহুল ইসলাম তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন। তার বাবা পেশায় মাছ ব্যবসায়ী। দুই ভাইয়ের মধ্যে এক ভাই ঢাকায় বেসরকারি চাকরি করেন এবং এক ভাই দিনাজপুর শহরে মোবাইলের দোকানে কাজ করেন। জানা যায় শহীদ রাহুল ইসলামকে সম্মানের শহীদ তাদের পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।
Posted ৯:০৩ পূর্বাহ্ণ | সোমবার, ১২ আগস্ট ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta