দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা: পঞ্চগড়ের দেবীগঞ্জে জুয়ার আসর থেকে তিন জুয়াড়িকে আটক করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মোঃ সোহেল রানার নেতৃত্বে উপজেলার দন্ডপাল ইউনিয়নের মৌমারিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মৌমারি বাজারে অবস্থিত কাঠের মিলে জুয়া খেলার সয়ম নগদ ৭৪০ টাকা এবং এক বান্ডিল তাস এবং একটি প্লাস্টিকের চটসহ তিন জুয়াড়িকে আটক করা হয়। আটককৃতরা হলেন, দন্ডপাল ইউনিয়নের মৌমারি হাকিমপুর এলাকার মৃত সানু শেখের ছেলে মোহাম্মদ নুরুল(৬০), একই এলাকার মৃত আলসিয়া রাম বর্মনের ছেলে শ্রী সুদূর চন্দ্র রায়( ৬৫), মৌমারি প্রধানাবাদ এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ আব্দুল হাই(৫৮)।
জুয়াড়ি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল মোকাদ্দেম বলেন, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে
Posted ১:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta