

শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের নকলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য অবৈধভাবে মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগে এক ডিলারসহ দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী।
শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নকলা পৌর শহরের ধানহাটি এলাকার মেসার্স জিহাদ এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্র জানায়, টিসিবির অনুমোদিত ডিলার মো. শহিদুল ইসলাম ও উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কাঁচামালের আড়তদার মেসার্স জিহাদ এন্টারপ্রাইজের মালিক মো. বেলায়েত হোসেনের গুদামে টিসিবির পণ্য মজুত করেন। জানা যায়, ৫ই আগস্টের পর বেলায়াত হোসেন ও শহিদুল ইসলাম ব্যবসায়ী পার্টনার হন।
তারই ধারাবাহিকতায় বেলায়েত হোসেন তার মালিকানা দোকানে টিসিবি পণ্যের সরকারি স্টিকার ও লেভেল উঠিয়ে চাল,ডাল, তেল,চিনি ইত্যাদি বর্তমান বাজার মূল্যে বিক্রি করেন।
গোপন সংবাদের ভিত্তিতে নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনী ও নকলা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে গুদাম থেকে টিসিবির ২০০ কেজি চাল, ৫৪ লিটার সয়াবিন তেল, ২৬ কেজি ডাল ও ১০ কেজি চিনি জব্দ করা হয়। এ সময় গুদাম মালিক মো. বেলায়েত হোসেন ও টিসিবি ডিলার মো. শহিদুল ইসলামকে আটক করা হয়।
আটক মো. বেলায়েত হোসেন নকলা উপজেলার পশ্চিম লাভা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
অপরদিকে টিসিবি ডিলার মো. শহিদুল ইসলাম সাইলামপুর গ্রামের মো. আব্দুল কালামের ছেলে।
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, জব্দকৃত পণ্য ও আটক দু’জনকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Posted ৬:২৯ অপরাহ্ণ | রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬
দৈনিক গণবার্তা | Gano Barta


