মোঃ ফজলুল হক, স্টাফ রিপোর্টার:জামালপুরের দেওয়ানগঞ্জে মেসার্স এন এস ব্রিকসের বিরুদ্ধে পাওনা টাকা আদায় না হওয়া পর্যন্ত ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন বিক্ষোভ ও ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এম এন এস ব্রিকসের প্রতারিত গ্রাহক বৃন্দদের ব্যানারে আয়োজিত এই মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক কেরামত আলী, আলম মিয়া, সাক্কু মিয়া আনিস আলী সহ আরো অনেকে। শুক্রবার বিকেলে দেওয়ানগঞ্জ কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে তিন কিলোমিটার পথ পেরিয়ে চিকাজানি ইট ভাটার সামনে এক মানব বন্ধনে মিলিত হয়। বক্তারা বলেন ২০১৯ ২০২০ ও ২০২১ সালে এলাকার শত শত মানুষের কাছ থেকে ইট দেওয়ার চুক্তিতে ছয় কোটি টাকার উপরে হাতিয়ে নিয়ে এম এন এস ব্রিকস এর মালিক এম এন এস ব্রিকসের মালিক মনিমুল বাসার জিন্নাহ মেসার্স দুর্গা এন্টারপ্রাইজ ও মেসার্স মেঘনা ব্রিকস এর কাছে ইটভাটা ভাড়া দিয়ে গোপনে এলাকা ছেড়ে পালিয়েছে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আরো বলেন,গ্রাহকদের ৬ কোটি টাকা ফেরত না দেওয়া পর্যন্ত ইট ভাটা বন্ধের দাবি জানান। বক্তারা আরো বলেন ইটভাটা চালু করলে আগে গ্রাহকদের পাওনা টাকা পরিশোধ করতে হবে। অন্যথায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে গ্রাহকরা তার দায় বহন করবেন না।