ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: ২০০৬ সালে ২৮অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বইঠার বর্বরোচিত হামলার ঘটনার জড়িতদের বিচারের দাবিতে জামালপুরের ইসলামপুর উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামপুর উপজেলা শাখার আয়োজনে ইসলামপুর থানা মোড়ে মাওলানা খন্দকার লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জামালপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক খলিলুর রহমান, জামালপুর জেলার শাখার জামায়াতের কর্মপরিষদের সদস্য রশিদুজ্জামান, ইসলামপুর উপজেলা জামায়াতে নায়েবে আমীর আমজাদ হোসেন, পৌর জামায়াতে ইসলামী সভাপতি আবু মূসা, ইসলামপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আহসান উল্লাহ সহ অনেকেই বক্তব্য রাখেন। এসময় বক্তারা ২০০৬ সালে ২৮অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বইঠার বর্বরোচিত হামলার ঘটনার জড়িতদের দৃষ্টান্ত মূলক বিচারের দাবি জানান।
Posted ১:১৯ অপরাহ্ণ | সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta