আজ, Wednesday


২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

চীনের ওপর নির্ভরতা কমাতে জাপানের সঙ্গে বিরল খনিজ চুক্তি স্বাক্ষর ট্রাম্পের

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
চীনের ওপর নির্ভরতা কমাতে জাপানের সঙ্গে বিরল খনিজ চুক্তি স্বাক্ষর ট্রাম্পের
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার: বিরল খনিজ সরবরাহ নিশ্চিতকরণ সংক্রান্ত স্বাক্ষরিত নথি প্রদর্শন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ।  স্বাক্ষরিত এ চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র সেলফোন থেকে শুরু করে জেট ইঞ্জিন পর্যন্ত সবকিছুর জন্য অপরিহার্য দুর্লভ মৃত্তিকা খনিজ সরবরাহের ব্যাপারে চীনের ওপর নির্ভরতা কমাতে চাইছে।চীন সফরের ঠিক আগে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ খনিজ সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার স্বাক্ষরিত এ চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র সেলফোন থেকে শুরু করে জেট ইঞ্জিন পর্যন্ত সবকিছুর জন্য অপরিহার্য দুর্লভ মৃত্তিকা খনিজ সরবরাহের ব্যাপারে চীনের ওপর নির্ভরতা কমাতে চাইছে। খবর দ্য ওয়াশিংটন পোস্ট। চুক্তি স্বাক্ষরের মাত্র দুই দিন পরই নির্ধারিত হয়ে আছে ট্রাম্পের চীন সফর। সেখানে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থিতিশীল করার বিষয়ে বৈঠক করবেন। চীন সম্প্রতি এই খনিজ রফতানিতে কঠোর সীমাবদ্ধতা আরোপ করেছে। আর এ ঘটনাই বৈঠকের প্রেক্ষাপটকে করে তুলেছে আরো গুরুত্বপূর্ণ। টোকিওর আকাসাকা প্রাসাদে অনুষ্ঠিত হয় চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান। মাত্র এক সপ্তাহ আগে দায়িত্ব নেয়া জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি চুক্তিটিকে আখ্যা দেন ‘জাপান–মার্কিন সম্পর্কের নতুন সোনালি অধ্যায়’ হিসেবে। ট্রাম্প ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মার্কিন জোটকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এশিয়া সফরে আছেন। তিনি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং প্রাক্তন নেতা শিনজো আবের শিষ্যা তাকাইচির প্রশংসা করে বলেন, ‘যখনই আপনাদের কোনো প্রশ্ন, সন্দেহ, কোনো কিছু চাওয়া বা সাহায্যের প্রয়োজন হবে, আমরা পাশে থাকব। আমরা শক্তিশালী পর্যায়ের মিত্র।‘এদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, তাকাইচি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের নথিও হস্তান্তর করেছেন। তাকাইচি চীনকে মোকাবেলা করার জন্য একটি শক্তিশালী যুক্তরাষ্ট্র-জাপান জোটে বিশ্বাসী। তিনি জাপানের প্রতিরক্ষা ব্যয় জিডিপির ২ শতাংশে উন্নীত করার সময়সীমা ত্বরান্বিত করার কথাও বলেছেন। এছাড়াও, দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে, যেখানে জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com