মোঃ আব্দুল আজিজ(মারজান)
বাহুবল প্রতিনিধি:
বাহুবল উপজেলার মিরপুর বাইপাস বাসস্ট্যান্ডের সিগনালপোষ্টহীন ডিভাইডারের মুখে আবারও ঘটে গেল ট্রাক ও প্রাইভেটকারের মুখোমূখী সংঘর্ষ। দূর্ঘটনাটি ঘটেছে আজ দুপুর ১২ টা বেজে ৩০ মিনিটে।
পুর্বে ও অনেকবার এ জায়গাটিতে এক্সিডেন্ট হয়েছে এবং অনেক লেখালেখি ও হয়েছে কিন্তু এই মরণফাঁদের ব্যাপারে কর্ণপাত করেননি কর্তৃপক্ষ। এই স্পটে দূর্ঘটনায় কারো গেছে প্রান আর কেউ হয়েছে আজীবনের জন্য পঙ্গু।
Posted ১০:০০ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta