মোঃ আব্দুল আজিজ(মারজান)
বাহুবল প্রতিনিধি:
বাহুবল রশিদ পুর চা.শ্রমিক গলায় ফাঁস দিয়ে বিয়ের ৮ বছর পর এক গৃহবধূ আত্মহত্যা করেছে । আত্মহত্যায় নিহত গৃহবধূর নাম বৃষ্টি চাষা, (২৬)স্বামী নন্তুু চাষা বাহুবল উপজেলার বাদেশ্বর ইউনিয়নের পয়জাবাদ স্কুলের পাশে রশিদপুর বাজার শুরুতেই তাদের গ্রাম রাতে আনুমানিক সাড়ে বারটার সময় এই ঘটনা ঘটে । নিহতের স্বামীঃ জানিয়েছেন গতকাল শনিবার থেকে সকাল ১০ঘটিকা থেকে আমার স্ত্রী কে পাইতেছিনা আমার ফ্যামেলীর সবাই খুজতে বাহির হই । রোববার সকালে ৮টার সময় আমার বাবা ঝুলন্ত লাশ দেখতে পান ।আমার বাড়ীতে যখন আমার বাড়ীতে প্রতিদিনের ন্যায় যান দেখতে পান দরজা এক সাইড খোলা পরিবারের লোকজন চিৎকার করে ডাকতে থাকেন একপর্যায়ে ভিতরে গেলে আমার বাবা ঝুলন্ত লাশ দেখতে পান সাথে সাথেই আমাদের রশিদপুর চা বাগানের সভাপতি কে জানাইলে। পরে কামাই চড়া পুলিশ ক্যাম্প খবর দিলে পুলিশের এস আই মোঃসোহেল মাহমুদ সাহেব ঘটনাস্থলে ছুটে যান এবং স্বামী নন্তুু চাষার উপস্থিতিতে নিহতের লাশটি উদ্ধার করেন ।কি কারণে গৃহবধূ বৃষ্টি চাষা আত্মহত্যা করেছে তার কারন জানা যায়নি ।তবে ধারনা করা হচ্ছে আত্মহত্যাএই বিষয়ে কামাই চড়া পুলিশ ক্যাম্পের অফিসার মোঃসোহেল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , রশিদ পুর গ্রামে আত্মহত্যা করা গৃহবধূ বৃষ্টি লাশ উদ্ধার করে সুরতহাল শেষে হবিগঞ্জ মর্গে প্রেরন করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা । তদন্ত অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন।