গণবার্তা রিপোর্টার: ঢাকার মীরহাজীরবাগে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের (বিসিবিএল) সিআরএম বুথ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হুমায়ুন বখতিয়ার এবং উপব্যবস্থাপনা পরিচালক ড. মো. আব্দুল কাদের। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, বিভিন্ন শাখার ব্যবস্থাপকসহ আরো অনেকে।
Posted ২:০০ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta