আজ, Thursday


২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

কুষ্টিয়ায় ২৫ পরিবারের সড়কে প্রভাবশালীর দেওয়াল, গুড়িয়ে দিল প্রশাসন

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
কুষ্টিয়ায় ২৫ পরিবারের সড়কে প্রভাবশালীর দেওয়াল, গুড়িয়ে দিল প্রশাসন
সংবাদটি শেয়ার করুন....

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসকড়ের কুমারখালী বাটিকামারা এলাকায় অন্তত ২৫টি পরিবারের চলাচলের একমাত্র সড়ক দখল করে ইটের দেওয়াল দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে চরম ভোগান্তিতে পড়ে নানাবয়সি শতাধিক মানুষ। এছাড়াও হুমকিতে পড়ে একটি পোল্ট্রি ফার্ম, ওধুধ ফার্মেসি ও পোল্ট্রি খাবারের দোকান।

পরে এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে দেওয়াল গুড়িয়ে দেন প্রশাসন। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুর দেড়টার দিকে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। এতে খুশি স্থানীয়রা।

সকাল ১১টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক ঘেষে শিপলু তেলপাম্প। পাম্ম ঘেষে অন্তত ২৫টি পরিবারের বসবাস ও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। সেখানে চলাচলের একমাত্র সড়কে দেওয়া রয়েছে ইটের দেওয়াল। রাখা রয়েছে বালুর স্তুপ।

এ সময় শিপলু পোল্ট্রি ফিড ও ফার্মেসীর মালিক মো. বাবুল হোসেন বলেন, আমার জমির উপর দিয়ে চলাচলের সড়ক। দীর্ঘদিন ধরে এই পাড়ায় ২৫ -৩০ ঘরের মানুষ চলাচল করে। ব্যবসার বাণিজ্যের গাড়ি ও মানুষ চলাচল করে। কিন্তু গত মঙ্গলবার স্থানীয় প্রভাবশালী রেজাউল, জিয়াউর ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মামুন বিশ্বাসসহ বেশ কয়েকজন ভূমিখেকো এসে প্রাচীর দিয়েছে। বালু ফেলে প্রতিবন্ধিকতা সৃষ্টি করেছে। এতে সকলেই চরম ভোগান্তিতে পড়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, একটায় রাস্তা। সেটিও কয়েকদিন ধরে প্রভাবশালীরা দখলের উদ্দেশ্যে দেওয়াল দিয়েছে। বাড়ি থেকে বের হওয়ার উপায় নেই। তিনি দ্রুত দেওয়াল ভাঙার দাবি জানান।

তমাল আক্তার পিয়াস বলেন, প্রায় দুই শতকের বেশি জমি নিয়ে আদালতে মামলা চলছে। আদালত অস্থায়ী আদেশ জারি করেছে। তবুও আদালতের আইন অমাণ্য করে প্রভাবশালীরা দখলের পায়তারা করছেন। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মামুন বিশ্বাস বলেন, জমি নিয়ে জিয়ার সঙ্গে বিরোধ। সালিসে আমাকে ডেকেছিল। সমাধানের জন্য গিয়েছিলাম। তবে জনদুর্ভোগ সৃষ্টির সঙ্গে জড়িত নয়।

দুপুরে সরেজমিন গিয়ে বাটিকামারা এলাকায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে প্রশাসন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, কিছু লোক ২৫টি পরিবার ও কয়েকটি ব্যবসা বাণিজ্যের চলাচলের পথে প্রতিবন্ধিকতা সৃষ্টি করেছে। – এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ইটের দেওয়াল গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বালুর স্তুপ অপসারণ করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com