আজ, শনিবার


২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল কুমারখালীর ৬ শিক্ষার্থী 

বুধবার, ০৫ জুন ২০২৪
টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল কুমারখালীর ৬ শিক্ষার্থী 
সংবাদটি শেয়ার করুন....
মোঃ নয়ন শেখ কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়া কুমারখালীর কয়া সুলতানপুর মাহতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছিলো। সেই ঘোষণায় আকৃষ্ট হয়ে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার জিতে নিয়েছে কুমারখালীর ৬ শিক্ষার্থী। ওই বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক ফজলে নুর ডিকোর উদ্যোগে এমনই আয়োজন হয়েছে।
জানা যাই,কয়েকদিন আগে ফজলে নুর ডিকো ঘোষণা দিয়েছিলেন একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত  নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তাহলে তাদেরকে পুরুষ্কার দেওয়া হবে। সেই ঘোষণায় উৎসাহিত হয়ে ওই বিদ্যালয়ের ৮শত শিক্ষার্থীদের মধ্যে ছয়জন শিক্ষার্থী টানা ৪০ দিন জামাতের সঙ্গে নামাজ পড়েছেন। এমন ছয়জন শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়। বুধবার (৫ জুন) সকাল ৮ টায় সুলতানপুর মাহতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ওই শিক্ষার্থীদের হাতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুষ্কার তুলে দেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন। নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখি করার লক্ষ্যে আয়োজিত এমন উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছে। এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে।
ফজলে নুর ডিকো বলেন, প্রতিযোগিতা চলাকালীন সময়ে তাদের শুধু নামাজই পড়ানো হয়নি। বরং সঠিকভাবে নামাজ শিক্ষা ও নামাজ সম্পর্কে জরুরি মাসয়ালাও শেখানো হয়,এবং নামাজের প্রতি মানুষকে আহবানের পাশাপাশি দ্বীনি ইসলাম সম্পর্কে শিক্ষা দেয়া হয়েছে। তারা সকলে বিভিন্ন মসজিদে জামাতে নামাজ আদায় করেছেন।এসময় পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে যারা ছিলেন, সুলতানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশীদ হাফেজ গোলাম মাওলা,, প্রবাসী নুর ইসলাম জনি,কালবেলার উপজেলা প্রতিনিধি মনোয়ার হোসেন প্রমুখ।
Facebook Comments Box
advertisement

Posted ১০:০১ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ জুন ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com