মোঃ নয়ন শেখ কুমারখালী ( কুষ্টিয়া) প্রতিনিধিঃ
চরে খেলা করতে গিয়ে কলাক্ষেতে প্রায় সাড়ে তিন ফিট উচ্চতার এক রাসেল ভাইপার সাপ দেখতে পাই দুই শিশু। সেসময় সাপটিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ব্যাগে ভরে বাড়িতে নিয়ে আসে তারা। পরে স্থানীয়রা তাদের কাছ থেকে কেড়ে নিয়ে ঝোরে ফেলে দেয় সাপটিকে । কুষ্টিয়ার কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর চরে আজ বৃহস্পতিবার বিকেলে পৌণে ৪ টার দিকে ঘটে এ ঘটনা। ওই দুই শিশুরা হল – জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের মো. ইকরামুলের ছেলে ইমন (১৩)। সে দয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। অপরজনের নাম মো. সিফাত। সে একই এলাকার মো. আজাদের ছেলে। এবিষয়ে সিফাত ও ইমন বলে, তারা চরে ফুটবল খেলতে গিয়েছিল। সেসময় কলাগাছের সঙ্গে একটি সাপ পেচিয়ে থাকতে দেখে তারা। এরপর তারা সাপটিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে একটি প্লাসটিকের ব্যাগে ভরে বাড়ি নিয়ে আসে। পরে স্থানীয়রা ব্যাগের ভিতরে কি জানতে চাইলে তারা বলে রাসেল ভাইপার সাপ। এরপর স্থানীয়রা সাপটিকে ঝোরে ফেলে দেন।
স্থানীয় গৃহিণী সেতু খাতুন জানান, সিফাত ও ইমন নামের দুই শিশু একটি রাসেল ভাইপার সাপ মেরে ব্যাগে করে বাড়িতে এনেছিল। পরে তারা সাপটিকে ঝোরে ফেলে দিয়েছে। তার ভাষ্য, এলাকায় রাসেল ভাইপারের উৎপাত বেড়েছে। এতে আতঙ্কিত মানুষ। ঘটনাটি জানেন না উপজেলা বনবিভাগের কর্মকর্তা মো. আরিফুর রহমান। দুই শিশু মিলে একটি রাসেল ভাইপার সাপ মেরেছে বলে জানতে পেরেছেন বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত। তিনি জানান, আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে।