আজ, Saturday


২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

কুমারখালীতে কিশোর ভ্যানচালককে গলাকেটে হত্যার অভিযোগ

সোমবার, ১৮ আগস্ট ২০২৫
কুমারখালীতে কিশোর ভ্যানচালককে গলাকেটে হত্যার অভিযোগ
সংবাদটি শেয়ার করুন....

মোঃ নয়ন শেখ কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে হৃদয় আলী (১৫) নামের এক কিশোর ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পদ্মানদীর পাড়ের একটি বাগান থেকে লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানে হয়েছে।

নিহত হৃদয় কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলংগী এলাকার ভ্যানচালক ইউনুস শেখের ছেলে। স্বজনদের অভিযোগ, ভ্যান ছিনিয়ে নিয়ে হৃদয়কে গলাকেটে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে হয় হৃদয়। রাতে সে বাড়ি না ফিরলে স্বজনরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে। তবুও তাকে না পেয়ে আজ সোমবার সকালে কুমারখালী থানায় অভিযোগ দেওয়া হয়। এরপর সকাল ১১ টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর পদ্মানদী পাড়ের একটি বাগানে ঘাঁস কাটতে গিয়ে একটি গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং মরদেহ সনাক্ত করেন হৃদয়ের চাচা ফিরোজ শেখ।

সরেজমিন গিয়ে দেখা যায়, পদ্মানদীর কোলে হাসিমপুর বাঁধ। বাঁধ থেকে প্রায় এক কিলোমিটার দুরে পদ্মা নদীর চর। সেখানে কলা ও বিভিন্ন সবজি চাষাবাদ করেছেন কৃষকরা। নদীপাড়ের একটি কলাবাগানের এক কোনে পড়ে আছে মরদেহটি। মরদেহটির গলার শ্বাসনাল পর্যন্ত কাটা। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহৃ। কাজ করছে পুলিশ। সেখানে উৎসুক জনতা ভিড় করেছেন।

এ সময় হৃদয়ের চাচা ফিরোজ শেখ বলেন, রোববার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি হৃদয়। অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে সকালে থানায় যায়। পরে খবর পেয়ে পদ্মার চরে গিয়ে দেখি ভাতিজার গলাকাটা মরদেহ। গ্রাম পুলিশ নিমাই ঘোষ বলেন, স্থানীয়রা ঘাঁস কাটতে গিয়ে লাশ দেখে আমাকে খবর দেন। এরপর দ্রুত ঘটনাস্থলে এসে ছবি তুলে পুলিশকে খবর দিই।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, শুধু মাত্র ভ্যান চুরির জন্য একজন ছোট মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এমন ঘটনা যেন আর না ঘটে। সেজন্য আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সরেজমিন থানা চত্বরে গিয়ে দেখা যায়, ছেলে হারানোর শোকে মাতম হৃদয়ের বাবা ইউনুস শেখ। তিনি বিলাপ করতে করতে বলেন, তুরা ভ্যান নিবি, নে। আমার ছোয়ালকে মারলি ক্যান? তিনি বলেন, ভ্যান ছিনিয়ে নিতে ছেলেকে হত্যা করা হয়েছে। থানায় মামলা করব। আসামিদের ফাঁসি চাই।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বলেন, নিখোঁজের পরদিন খবর পেয়ে হৃদয় আলী নামের এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে ভ্যান ছিনিয়ে নিয়ে তাকে গলাকেটে হত্যা করা করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৪ অপরাহ্ণ | সোমবার, ১৮ আগস্ট ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com