
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সালমা খাতুন ও স্মরণ নামের মা ও ছেলের মৃত্যু হয়েছে ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাঁধবাজার ক্যানাল রোডের জোড়া পুকুর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় সালমার স্বামী মোটরসাইকেল চালক রহমত আলী মারাত্মক আহত হয়েছেন।
নিহত হয়েছেন চাপরা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের রহমত আলীর স্ত্রী সালমা খাতুন (২৮) ও ছেলে স্মরণ (১২)। রহমত সেনাবাহিনীর সার্জেন্ট পদে কর্মরত আছেন।
জানা যায়, সেনাবাহিনীতে কর্মরত রহমত আলী ছুটিতে কুষ্টিয়াতে আসেন। শুক্রবার তিনি কুষ্টিয়ার ভাড়া বাসা থেকে স্ত্রী ও ছেলেকে মোটরসাইকেলে তার গ্রামের বাড়ি চাপড়া ইউনিয়ন এর পাইকপাড়া গ্রামে বেড়াতে নিয়ে যান। সন্ধ্যায় বাড়ি থেকে কুষ্টিয়া ফেরার পথে বাঁধবাজার জোড়া পুকুর এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তিনি মারাত্মক আহত হন এবং ঘটনাস্থলে তার ছেলে ও স্ত্রী মারা যায়। বর্তমানে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, সন্ধ্যার পর বাঁধবাজার ক্যানাল রোডে ট্রাকের ধাক্কায় মা ও ছেলে নিহত এবং স্বামী আহত হয়েছেন। ঘাতক ট্রাক পালিয়ে যাওয়ায় আটক সম্ভব হয়নি।