আজ, শনিবার


২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রুপসায় নমিনেশন জমা দিয়েই আলোচনায় এমপি’র ভাতিজা যুবলীগ নেতা রিচি

সোমবার, ১৩ মে ২০২৪
রুপসায় নমিনেশন জমা দিয়েই আলোচনায় এমপি’র ভাতিজা যুবলীগ নেতা রিচি
সংবাদটি শেয়ার করুন....
লিটন কুমার রায়, ব্যুরোচীফঃ
রুপসা উপজেলা নির্বাচনে নমিনেশন জমা দিয়ে হঠাৎ আলোচনায় আসলেন খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর ভাতিজা সাবেক চিপ কো-অর্ডিনেটর উপজেলা যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি। যিনি বর্তমান এমপির বড় ভাইয়ের ছেলে সম্পর্কে আপন ভাতিজা ও সাবেক চিপ কো-অর্ডিনেটর। তার নমিনেশন জমা দেয়ায় দলীয় অনুসারীরা দলের নিবেদিত প্রাণ হিসেবে অর্থাৎ শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করতে শুরু করেছে। এছাড়াও নমিনেশন জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: কামাল উদ্দীন বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফেরদৌস আহমেদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোল্লা কামরুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুল ওদুদ মোড়ল। নোমান ওসমানী রিচির চেয়ারম্যান পদে নমিনেশন জমা দেওয়া হঠাৎ করে গণমানুষের মনে আলোড়ন সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা থাকলেও এমপি সাহেবের আত্মীয় এবং সাবেক চিফ কো-অর্ডিনেটর রিচি প্রার্থী হওয়ায় বিষয়টাকে অনেকে গুরুত্বের সাথে দেখছেন অনেকেই। খোঁজ নিয়ে জানা যায় চিফ কোঅর্ডিনেটর থাকাকালে সাধারণ মানুষদের উপকারে রিচি তার সাধ্যমত কাজ করেছেন। গত দুই বছর পূর্বে এক বহিরাগত দালাল, ভূমিদস্যু ও চাঁদাবাজদের গডফাদার এক নামধারী যুবলীগ নেতার ষড়যন্ত্রের শিকার হয়ে তাকে সরিয়ে অন্যদের দায়িত্ব দেওয়া হয়। উপজেলা তরুণদের মধ্যে রয়েছে তার ছিল ব্যাপক জনপ্রিয়তা। হঠাৎ নমিনেশন জমা দেওয়ার পর তার সাথে কথা বললে তিনি বলেন, আমি এমপি সাহেবের আত্মীয় হিসেবে নয় উপজেলা যুবলীগ নেতা এবং স্থানীয় যুবকদের সাথে দীর্ঘদিন কাজ করার ফলশ্রুতিতে নির্বাচনে দাঁড়িয়েছি। যদি নির্বাচিত হই তাহলে রুপসা কে একটি মডেল উপজেলা নির্মাণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো: আব্দুল্লাহ যোবায়ের, শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো: হিরন শেখ ও মো: ইদ্রিস আলী হাওলাদার নমিনেশন জমা দিয়েছেন বলে জানা যায়।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নমিনেশন জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা ও উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা। রূপসা উপজেলা নির্বাচন কর্মকর্তা জান্নাতুল ইসলাম বলেন, নির্বাচনী তফসিল মোতাবেক ১২ মে মনোনয়নপত্র বাছাই, ১৬ থেকে ১৮মে আপিল, ১৯ মে প্রত্যাহার, ২০ মে প্রতীক বরাদ্দের মধ্যদিয়ে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারনা। ৫ জুন সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এ উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পৃথক পদে নেতা নির্বাচীত করবেন। রূপসা উপজেলায় ভোট কেন্দ্র রয়েছে ৫৬টি এবং মোট ভোটার সংখ্যা রয়েছে ১ লাখ ৫৭ হাজার জন।
Facebook Comments Box
advertisement

Posted ১০:২৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ মে ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com