মো.আরফান আলী : লাইব্রেরী বা গ্রন্থাগার হলো মানব সভ্যতার সুতিকাগার, জ্ঞান বিজ্ঞান গ্রন্থাগার সমূহ সংরক্ষিত থাকে। বিনামূল্যে এখান থেকে বই পাঠ করে জ্ঞান লব্ধ করা সম্ভব। এই চিন্তা করে অন্যান্য এলাকার ন্যায় ঠাকূরগাঁও সদর
ও পীরগঞ্জ উপজেলার বে-সরকারী পর্যায়ে কিছু গ্রন্থাগার বা পাঠাগার গড়ে উঠেছে। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ও জাতীয় গ্রন্থ কেন্দ্র হতে অনুদান প্রাপ্ত বে-সরকারী পাঠাগার বাস্তব অবস্থা ও সক্ষমতা সমগ্র দেশের ন্যায় সরেজমিনে পরিদর্শন ধারাবাহিকতায় ঠাকূরগাঁও জেলায় জাতীয় গ্রন্থ কেন্দ্র গবেষণা কর্মকর্তা কুমারেশ চন্দ্র বিশ্বাস, হিসাব রক্ষক ইয়াশির আরাফাত। পরিদর্শিত পাঠাগার সমূহ:ল্যাম্পপোস্ট বললি পাঠাগার, আলো পাঠাগার, অগ্রদূত পাঠাগার, এসো জীবন গড়ী পাঠাগার, বাংলাদেশ পল্লী পাঠাগার ও সাহিত্য যাদুঘর, ওছওয়াতুন পাঠাগার, মোখলেছূর রহমান স্মৃতি পাঠাগার, সাধারণ পাঠাগার,পদ্মা লাইবেরী,আলো দিশা পাবলিক পাঠাগার, গ্রামীণ সেবা পাঠাগার ও গ্রামীন পাঠাগার, মোট ১২ টি পাঠাগারের পরিদর্শন করা হয়েছে।
Posted ৬:১৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ জুলাই ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta