উজিরপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশালের উজিরপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি,বৃক্ষ রোপণ, পরিচ্ছন্নতার কাজসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করেছে নেতাকর্মীরা।
এ উপলক্ষ্যে ২০ আগষ্ট বুধবার বেলা ১১ টায় উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাহাবুব গোমস্তা ও সদস্য সচিব মোঃ কাইয়ুম খাঁন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিলন হাওলাদার ও সদস্য সচিব মোঃ জুম্মান সিকদার মোতালেব এর নের্তৃত্বে অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা ডাকবাংলা থেকে বর্ণাঢ্য র্যালি বের করে উজিরপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, উজিরপুরের কৃতি সন্তান আঃ রহিম সেতু, সহ-সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোঃ শামিমুর রহমান শামীম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর যুগ্ম আহবায়ক এবং ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মী।
পরিশেষে জনকল্যাণ মূলক উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘক্ষণ নেতাকর্মীরা পরিছন্নতার কাজ করেন এবং উজিরপুর উপজেলা পরিষদসহ বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন। এসময় উপস্থিত স্বেচ্ছাসেবক দলের নের্তৃবৃন্দ বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
Posted ৭:১৪ অপরাহ্ণ | বুধবার, ২০ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta