অপু হাসান, ভোলা প্রতিনিধি : ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করছেন। দেশের অসহায় মানুষের কল্যাণে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন তাদের ভরসাস্থল হয়ে উঠেছেন। শেখ হাসিনা জনগণের উন্নয়নের পাশাপাশি দেশের সর্বক্ষেত্রেও অসামান্য উন্নয়ন করেছেন। বাংলাদেশের উন্নয়ন এখন বিশ্ববাসীর কাছে রোলমডেল। সোমবার সকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন। লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাসেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি ইমরান মাহমুদ ডালিম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রফেসর বাছেত মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।