মুলাদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের মুলাদীতে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা করেছেন কৃষক দলের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার উপজেলার চরকালেখান ইউনিয়নের মৃধা বাড়িতে এই সভা করা হয়।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক মো. সালাম কবির হাওলাদার। প্রধান অতিথি ছিলেন, কৃষক দলের কেন্দ্রিয় সংসদের সহসভাপতি সৈয়দ অলিউল্লাহ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক শরীয়ত উল্লাহ। প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহ্বায়ক ও পৌর কাউন্সিলর এনামুল হক ইনু, সদস্য সচিব মো. মিজানুর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান শরীফ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মাসুদসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
Posted ১:৪৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ জুন ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta