অপু হাসান, ভোলা জেলা প্রতিনিধি :
ভোলার লালমোহন স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে, বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে সাইবার বুলিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে লালমোহন থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং করিমুন্নেছা মহিলা কলেজে এই স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ডে সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন থানার ওসি তদন্ত এনায়েত হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লালমোহন থানার অফিসার ইনচার্জ এসএম মাহবুব আলম বলেন, পুলিশ সারাদেশে বিট পুলিশিং সেবা চালু করেছে। যাতে করে জনগণ আরো দ্রুত সময়ে যেকোন ধরনের নাগরিক সেবা পেতে সক্ষম হয়। বিট পুলিশিং হলো অনলাইন কেনাকাটার মত! আপনে ঘরে বসেই বিট পুলিশিং এর মাধ্যমে যেকোন পুলিশি সেবা গ্রহণ করতে পারেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমা বেগম, সহকারী শিক্ষক ইয়াসিন ও পারভেজ তপতি সরকার, আরজু বেগম, করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজের সহকারী অধ্যাপক জুলফিকার আহমেদ, বাশার এবনে মুমিন, প্রভাষক আতিকুর রহমান, হেলাল উদ্দিন, আমিনুল ইসলাম মিসু লালমোহন থানার এসআই উওম, এসআই অপুর্ব এসআই বাদল সহ আরো অনেকেই।