আজ, Monday


৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

বেস্ট পারফরমার ২০২৫ পুরস্কারে ভূষিত ডা. মোঃ আলমগীর হোসেন শেখ

রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬
বেস্ট পারফরমার ২০২৫ পুরস্কারে ভূষিত ডা. মোঃ আলমগীর হোসেন শেখ
সংবাদটি শেয়ার করুন....
আব্দুল আজিজ (মারজান)(হবিগন্জ)বাহুবল প্রতিনিধিঃ নববর্ষের শুভ সূচনালগ্নেই কর্মক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি অর্জন করেছেন বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার ডা. মোঃ আলমগীর হোসেন। রোগীর সেবায়, পেশাগত নিষ্ঠা ও দায়িত্বশীলতার জন্য তাকে “বেস্ট পারফরমার ২০২৫” পুরস্কারে ভূষিত করা হয়েছে।
জানা যায়, ২০২৫ সালে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা কার্যক্রমে বিশেষ অবদান, রোগীদের প্রতি মানবিক আচরণ, সময়ানুবর্তিতা ও কর্মদক্ষতার ভিত্তিতে কর্তৃপক্ষ তাকে এই সম্মাননা প্রদান করে। নববর্ষের প্রথম কার্যদিবসে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। বক্তারা ডা. আলমগীর হোসেনের পেশাগত সততা ও সেবামূলক মনোভাবের প্রশংসা করেন এবং তার এই অর্জন অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ডা. মোঃ আলমগীর হোসেন বলেন, এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে উৎসাহিত করবে। তিনি সহকর্মী ও কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ডা. আলমগীর হোসেনের ভূমিকা এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়ে আসছে।
Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৪ অপরাহ্ণ | রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com