আজ, শনিবার


২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঘা মাছ দেখতে জনতার ঢল

সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪
বাঘা মাছ দেখতে জনতার ঢল
সংবাদটি শেয়ার করুন....
মোঃ আব্দুল আজিজ( মারজান ),
বাহুবল প্রতিনিধি:
বাহুবল বাজারে প্রথমবারের মতো মাছের মেলা বসছে আজ শীতের মৌসুমে জেলার বিভিন্ন এলাকায় মাছের মেলা বসে। এ বছর বাহুবলে বাজারেও প্রথম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে মাছের মেলা। আজ রবিবার সকাল ৮টা থেকে সদর ইউনিয়নের স্থানীয় বাহুবল মাছ বাজারে মাছের মেলা  অনুষ্ঠিত হয়। চলবে রাত ১২টা পর্যন্ত। বিষয়টি জানিয়েছেন মাছের মেলা আয়োজন কমিটির লোকজন। কমিটির দায়িত্বে থাকা ইসলাম উদ্দিন সাহেব বলেন.আমাদের মাছের মেলাটি জমজমাট ভাবে অনুষ্ঠিত হয়। মেলায় সব ধরনের মাছ আনার চেষ্টা করেছি তার মধ্যে বাঘা-বোয়াল-চিতল-রুই-কাতলা-চিংড়ি-নানি-সিলভার-ঘাগট- ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ আছে। অনেক ক্রেতাগণ সকাল থেকেই বিভিন্ন জায়গায় থেকে আশা শুরু করছেন বলে জানা গেছে।ক্রেতাদের মধ্যে থেকে একজন বাহুবল বাজারে পুরাতন ব্যাবসায়ী আহমদ টেলিকমের স্বত্বাধিকারী জনাব আহমদ হোসেন (মামুন)একটি চিতল মাছ ক্রয় করেন যার মুল্যঃ১৫০০০হাজার মাত্র এবং মামুন সাহেব আমাদের বলেন আমাদের বাহুবল এরকম প্রতি বছরেই মেলা হওয়া প্রয়োজন মনে করেন.আয়োজকগণ মেলাটি প্রতি বছরই আয়োজন করার দাবি কমিটির সবার।মেলায় প্রতি কেজি বোয়ালের দাম চাওয়া হয় ১০০০ থেকে ১২০০ টাকা। আইড় মাছ ১৬০০ টাকা কেজি। এ ছাড়া প্রতি কেজি কাতল ৮০০ টাকা, সিলভার কার্প ৬০০ টাকা, বিগহেড ৭০০ টাকা। ক্রেতারা জানান  মেলার আনন্দ বেশ জাঁকজমক লেগেছে।
Facebook Comments Box
advertisement

Posted ১১:০০ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com