আজ, Wednesday


১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

যুক্তরাষ্ট্রে শাটডাউন থামাতে সিনেটে বিল পাস, এখন হাউসে ভোট

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রে শাটডাউন থামাতে সিনেটে বিল পাস, এখন হাউসে ভোট
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদন: নিউ হ্যাম্পশায়ারের সিনেটর জিন শাহিন ও ম্যাগি হাসান এবং মেইনের স্বতন্ত্র সিনেটর অ্যাঙ্গাস কিংসহ একটি দল সমঝোতায় পৌঁছায়। চুক্তিতে তিনটি দ্বিদলীয় বার্ষিক ব্যয় বিল এবং সরকারের বাকি অংশের তহবিল জানুয়ারির শেষ পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম ৪১ দিনের শাটডাউনের অবসান ঘটিয়ে সিনেটে একটি অর্থায়ন বিল সোমবার পাস হয়েছে। বিলটি এখন অনুমোদনের জন্য প্রতিনিধি পরিষদে পাঠানো হয়েছে। মাত্র কয়েকজন মধ্যপন্থী ডেমোক্র্যাট সিনেটরের সমর্থনে রিপাবলিকানদের সঙ্গে চুক্তিতে এ বিল পাস হওয়ায় নিজ দলের মধ্যে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তারা। খবর এপি।৬ সপ্তাহ ধরে চলা অচলাবস্থার অবসান ঘটিয়ে সিনেটে ৬০-৪০ ভোটে বিলটি অনুমোদিত হয়। এই বিল পাসের ফলে প্রায় কয়েক লাখ ফেডারেল কর্মীর বেতন পাওয়ার এবং ছাঁটাই বন্ধ হওয়ার নিশ্চয়তা তৈরি হলো। ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের কাছে ১ জানুয়ারিতে মেয়াদ শেষ হতে যাওয়া স্বাস্থ্যসেবা কর ছাড় বাড়ানোর বিষয়ে আলোচনার দাবি জানিয়েছিল। কিন্তু রিপাবলিকানরা সে আলোচনায় রাজি হয়নি। ফলে খাদ্য সহায়তা বিলম্বিত হওয়া, বিমানবন্দরে ভোগান্তি বাড়া এবং লাখো সরকারি কর্মচারী বেতন না পাওয়ার পরিস্থিতিতে শেষ পর্যন্ত পাঁচজন মধ্যপন্থী ডেমোক্র্যাট ভোট বদলে রিপাবলিকানদের পক্ষে যান। নিউ হ্যাম্পশায়ারের সিনেটর জিন শাহিন ও ম্যাগি হাসান এবং মেইনের স্বতন্ত্র সিনেটর অ্যাঙ্গাস কিংসহ একটি দল সমঝোতায় পৌঁছায়। চুক্তিতে তিনটি দ্বিদলীয় বার্ষিক ব্যয় বিল এবং সরকারের বাকি অংশের তহবিল জানুয়ারির শেষ পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। রিপাবলিকানরা ডিসেম্বরের মাঝামাঝি স্বাস্থ্য পরিচর্যা ভর্তুকি নিয়ে ভোটের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছে, যদিও সাফল্যের কোনো নিশ্চয়তা নেই। ভার্জিনিয়ার সিনেটর টিম কেইনসহ আরো কয়েকজন ডেমোক্র্যাট বিলের পক্ষে ভোট দেন। এই সমঝোতা নিয়ে সিনেটে ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র মতবিরোধ দেখা গেছে। সিনেটের ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার (নিউইয়র্ক) বলেন, তিনি ‘সৎ বিশ্বাসে’ বিলটি সমর্থন করতে পারেননি। তিনি এটিকে স্বাস্থ্য পরিচর্যা নিয়ে তাদের লড়াই ছেড়ে দেয়া নয়, বরং ‘সতর্কবার্তা’ হিসেবে আখ্যা দেন। স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স (ভার্মন্ট) এই সমর্থনকে একটি ‘ভয়াবহ ভুল’ বলে নিন্দা করেছেন। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা এই পদক্ষেপের সমালোচনা করেছেন। ককাসের প্রগতিশীল শাখার চেয়ারম্যান গ্রেগ কাসার (টেক্সাস) স্বাস্থ্যসেবা ব্যয় হ্রাসে ব্যর্থ একটি চুক্তিকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে অভিহিত করেছেন। তবে, হাউসের ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফ্রিস শুমারের নেতৃত্বকে সমর্থন করেছেন। প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন আইনপ্রণেতাদের দ্রুত ওয়াশিংটনে ফিরতে অনুরোধ করেছেন, কারণ বিলটি এখন সেখানেই ভোটাভুটির জন্য যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলটির প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, ‘আমরা খুব দ্রুত আমাদের দেশকে সচল করতে যাচ্ছি। তবে, স্বাস্থ্য পরিচর্যা ভর্তুকি নিয়ে ভবিষ্যতের বিতর্কে অচলাবস্থার আশঙ্কা রয়েই গেছে। রিপাবলিকানদের কেউ কেউ নতুন আয়ের সীমা নির্ধারণের মাধ্যমে ভর্তুকি বাড়ানোর পক্ষে থাকলেও, স্পিকার জনসন এই বিষয়ে তার চেম্বারে ভোট দেবেন কিনা তা নিশ্চিত করেননি।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com