সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, প্রযুক্তি ব্যক্তিত্ব বিল গেটস, জেফ বেজোসরাই শুধু হ্যাকারদের কবলে পড়েননি। শুক্রবার বিকেলে টুইটার জানিয়েছে, মোট ১৩০টি অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
‘এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি আনুমানিক ১৩০টি অ্যাকাউন্ট টার্গেটে ছিল হ্যাকারদের,’ জানিয়ে টুইটার বিবৃতিতে বলেছে, ‘অ্যাকাউন্টগুলোর কিছু ক্ষেত্রে হ্যাকাররা নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। পাশাপাশি টুইটও পাঠিয়েছে।’
টুইটারের ধারণা, বিটকয়েনের মতো ভার্চুয়াল মুদ্রা পেতে এই কাজ করেছে হ্যাকাররা। টুইটার জানিয়েছে, সামনের কয়েক দিন অ্যাকাউন্টগুলো নিয়ে কাজ করে বিস্তারিত ধারণা পাওয়া যাবে।
এখন পর্যন্ত হ্যাক হওয়াদের মধ্যে যাদের নাম জানা গেছে তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রে সামনের নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। তাকে নিয়েই বেশি আলোচনা। কারণ ট্রাম্পের অ্যাকাউন্ট ‘সুরক্ষিত’।
বাদ যাননি বিখ্যাত সব প্রযুক্তি উদ্যোক্তারাও। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ছাড়াও আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস, টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কের অ্যাকাউন্টও নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল হ্যাকাররা।
বিলিয়নিয়ার তারকা ক্যানি ওয়েস্ট ও তার স্ত্রী টিভি সেলিব্রেটি কিম কার্দাশিয়ানের অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছে।
এমনকি প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছে।
Developed by: Engineer BD Network