ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মুলাদী উপজেলা সমিতির ঢাকার ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
মে ২৮, ২০২০ ৫:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ বরিশালের মুলাদী উপজেলার বিভিন্ন ইউনিয়নে করোনা দুর্যোগে অসহায় ও কর্মহীন ৪শত মানুষের মাঝে মুলাদী সমিতি ঢাকার উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। মুলাদী সমিতির ঢাকার নের্তৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে শুক্রবার সকাল ৯টার থেকে দিনব্যাপী উপজেলার সফিপুর, বাটামারা, চরকালেখান ইউনিয়নে ত্রাণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস, মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা, চরকালেখান ইউপি চেয়ারম্যান হাজ্বী মোঃ মোহসীন উদ্দীন খান, মুলাদী সমিতি ঢাকার সাধারণ সম্পাদক ফারুক হোসেন মোল্লা, যুগ্ম সম্পাদক যুবলীগ নেতা জহির উদ্দীন খসরু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাবিবুর রহমান, বাটামারা ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম সিকদার, মুলাদী সমিতির কার্যনির্বাহী সদস্য দীন মোহাম্মাদ চঞ্চল চৌধুরী ও শাহিন হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।