আজ, বুধবার


১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সুপার বৌলের বিজয়োৎসবে গোলাগুলি, হতাহত ২২

বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
সুপার বৌলের বিজয়োৎসবে গোলাগুলি, হতাহত ২২
সংবাদটি শেয়ার করুন....

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কানসাস সিটি চিফের সুপার বৌল বিজয়ী প্যারেড শেষে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে একজন নিহত ও ২১ জন আহত হয়েছেন। গুলি করার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। কানসাস সিটির ডাউনটাউন রেল স্টেশন ইউনিয়ন স্টেশনে এই গোলাগুলি হয়। খবর বিবিসির। কর্মকর্তারা বলছেন, এ ঘটনায় আটজনকে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। আহত অন্য সাত জনের অবস্থাও ভাল না। ওই এলাকার একটি হাসপাতাল নিশ্চিত করে বলেছে, আহতদের মধ্যে ৯টি শিশু আছে। ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন হাজার হাজার ভক্ত। ইউনিয়ন স্টেশনের বাইরে স্থানীয় সময় বিকাল ২টার দিকে প্যারেড শেষ হয়। স্থানীয় রিপোর্টে বলা হয়েছে, যখন গুলি করা হয় তখন কানসাস সিটি চিফের খেলোয়াড়রা তখনও মঞ্চে অবস্থান করছিলেন। গুলি শুরু হতেই হাজার হাজার মানুষ এলোপাতাড়ি দৌড়াতে শুরু করে। এর মধ্যে শহরটির মেয়র ও তার পরিবারের সদস্যরাও ছিলেন। কর্মকর্তারা বলছেন, প্যারেড পর্যবেক্ষণ করতে এরই মধ্যে সেখানে উপস্থিত হয়েছে কমপক্ষে ৮০০ পুলিশ সদস্য। যারা সমাবেশে যোগ দিয়েছিলেন তাদের নিরাপত্তা রক্ষায় ভবনগুলোর ছাদে পুলিশ মোতায়েন করা হয়। আগে থেকেই সেখানে শহরের অগ্নিনির্বাপণ বিভাগ মেডিকেল সুবিধা দেয়ার জন্য উপস্থিত ছিল। গুলি শুরু হতেই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন কানসাস সিটি পুলিশ প্রধান স্টেসি গ্রেভস। তিনি ঘটনার পরপরই সেখানে পৌঁছে তদন্ত শুরু করেছেন বুধবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, গুলিতে আটকা পড়েছিলেন মোট ২২ জন মানুষ। তার মধ্যে একজন নিহত হয়েছেন। স্থানীয় একটি রেডিও স্টেশন জানিয়েছে তার নাম লিসা লোপেজ। তিনি ওই উৎসবের একজন ডিজে ছিলেন। আহতদের স্থানীয় তিনটি হাসপাতালে নেয়া হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:১৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com