আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলায় গত একদিনে ১২৩ জন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা শতাধিক। (৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সি। অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলের নির্বিচার হামলার ৪ মাস শেষ হয়েছে। এ সময়ে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ২৭ হাজার ৭০৮। নিহত ফিলিস্তিনিদের বেশির ভাগই নারী এবং শিশু। আহতের সংখ্যা ৬৭ হাজার ১৭৪।
গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৪ ঘণ্টায় তেল আবিবের হামলায় নিহত অন্তত ১২৩ জনের লাশ উপত্যকার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। এছাড়া গাজার ধ্বংসস্তূপগুলো থেকে অন্তত ১৬৯ জন আহত ব্যাক্তিকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে হামলার শিকার অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে রয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি বাহিনীর অবরোধের ফলে গাজার বেসামরিক প্রতিরক্ষাকর্মীরা ভুক্তভোগীদের কাছে পৌঁছাতে পারেননি।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামালা শুরুর পর উপত্যকাটিতে প্রতিশোধমূলক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তাতে গাজার ৮৫ শতাংশ বসতবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলের আকাশ ও স্থল হামলায় বাস্তুচ্যুত হয়েছে গাজার প্রায় ১৭ লাখ মানুষ।
অন্যদিকে ইসরায়েলের দাবি হামাসের হামলায় তাদের প্রাণ হারিয়েছেন এক হাজার ২০০ জন। জিম্মি হয়েছেন ২৫০ জনের বেশি। যাদের বেশ কয়েকজনকে সাময়িক যুদ্ধবিরতির সময় মুক্তি দিয়েছে হামাস।
Posted ৯:৩৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta