নিজস্ব প্রতিনিধি: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আরও ১৮ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮০৩ জনে। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি।
শুক্রবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোয় ৫ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ১৩ জন ডেঙ্গু রোগীকে ভর্তি করা হয়েছে।
চলতি মাসে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর এই হার (চলতি মাসের হিসাবে) ১ দশমিক ৪ শতাংশ। গত বছর এডিস মশাবাহিত এ রোগে মারা গেছেন মোট ১ হাজার ৭০৫ জন।
গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
Posted ২:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta