গণবার্তা রিপোর্টার: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ইরাসমাস স্ট্র্যান্ড-২ প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের তহবিল পেয়েছে। রোমানিয়া, ফ্রান্স, ইতালি, মালয়েশিয়া, ভিয়েতনাম ও বাংলাদেশের অন্যান্য আটটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে”এসওএইচও স্মার্ট, অপটিমাইজড, উচ্চমান এবং চাহিদা অনুযায়ী পর্যটন উদ্ভাবনী শিক্ষা ইরাসমাসে-এডু-২০২৩-সিবিএইচই-২০২৩-স্ট্র্যান্ড-২-এর অধীনে এ তহবিল।
এসওএইচও প্রকল্পটি দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশ ভিয়েতনাম, মালয়শিয়া ও বাংলাদেশে উচ্চশিক্ষার উৎকর্ষের জন্য জ্ঞান ও সক্ষমতা কেন্দ্র (কেসিসি) স্থাপন করবে। এটি আঞ্চলিক উন্নয়ন ও উদ্ভাবনে অবদান রাখবে। জড়িত অঞ্চলগুলোর কৌশল ও তাদের মধ্যে বহুজাতিক ও আন্তর্জাতিক সহযোগিতার কৌশলগুলোকে উৎসাহিত করবে। —
Posted ৪:১৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta