আক্তার হোসাইন: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এস এম ফয়সল শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে দশটায় উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এস এম ফয়সল শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল। শিক্ষা বৃত্তি অনুষ্ঠানে ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে চারশো শিক্ষার্থীর মাঝে ৯ লক্ষ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। এ বছর উপজেলার ৩২ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সর্বমোট ৩২ লক্ষ টাকা প্রদান করা হয়। শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, সায়হাম কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ ইশতিয়াক। বক্তব্য রাখেন সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সহ সভাপতি ইউপি চেয়ারম্যান মো: পারভেজ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি মো: গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি প্রমূখ। উল্লেখ যে, গত কয়েক বছর ধরে মাধবপুর উপজেলার মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার মেধাবী ও গরীব শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ সৃষ্টির লক্ষে মেধা ও শিক্ষাবৃত্তির অব্যাহত আছে
Posted ১২:৫০ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ জুলাই ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta