শেখঃআব্দুল আজিজ (মারজান) বাহুবল প্রতিনিধি: বাহুবল উপজেলার বাহুবল সদর গ্রামে তারপিন পানে আয়াত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার সাতকাপন ইউনিয়নের বক্তারপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে।জানা যায়, প্রবাসী আনোয়ারের হোসেন বজলু মিয়ার মেয়ে ফাতেমা জান্নাত(আয়াত) বাহুবল গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে। তার নানার ঘর নতুন রং করার জন্য প্রস্তুতি নেয়া হয়। যথারীতি রংয়ের উপকরণ হিসেবে তারপিন পাশে রাখা হয়। এসময় শিশু আয়াত পাশে এসে তারপিনের বোতল হাতে নিয়ে পানি ভেবে পান করা শুরু করে। এর কিছুক্ষণের মধ্যেই শিশুর ছটপট শুরু হয়। ঘটনাস্থলে পরিবারের লোকজন বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আয়াতকে মৃত্যু ঘোষণা করেন।