পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার ওসি(তদন্ত) মো: নজরুল ইসলাম এর নেতৃত্বে উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের শিবের হাট এলাকায় করতোয়া নদীর পাড়ে অবস্থিত শ্বসানঘাট থেকে জুয়া খেলা অবস্থায় জুয়ার উপকরণ সহ ৪ জন গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
২৭/০১/২০২৪ ইং তারিখ দিবাগত রাত ১২.০০ টায় গোপন তথ্যের ভিত্তিতে ওসি(তদন্ত) মো: নজরুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করেন। অভিযানে জুয়ার আসর থেকে নগদ টাকা (৬৫৫০/-) সহ ২ সেট তাস, মোমবাতি ও একটি চট উদ্ধার করে।
গ্রেপ্তার অভিযানে সুন্দরদিঘী ইউনিয়নের শিবের হাট দাস পাড়া নিবাসী প্রানকুমার দাসের ছেলে অমল চন্দ্র দাস(৩৮), একই গ্রামের অমিওভূষন দাসের ছেলে চিন্তাহরণ দাস(৪৯), প্রেমবাজার সরকার পাড়া নিবাসী প্রমোদ রায়ের ছেলে শিবু চন্দ্র রায়(৩৫), লক্ষীর হাট কামাত পাড়া নিবাসী হাতাস রায়ের ছেলে দীনেশ চন্দ্র রায়(৩৬)কে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের ১৯৮৭ সালের জুয়া বিরোধী আইনের ০৪ নং ধারায় মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়-
এলাকাবাসী দেবীগঞ্জ থানা পুলিশের উপর সন্তুষ্ট হয়ে বলেন,
দেবীগঞ্জ থানা পুলিশের এমন জুয়া বিরোধী সফল অভিযান অব্যহত থাকলে এলাকার আর কোন যুবক জুয়ায় আসক্ত হবে না।
Posted ১২:২৩ অপরাহ্ণ | শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta