মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ : নবীগঞ্জ উপজেলার ক্রাইমজুন হিসাবে ক্ষেত দীঘলবাক ইউনিয়নের ফাদুল্লা- দৌলতপুর গ্রামে ডাকতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। শনিবার (৩১মার্চ) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতরা হলো, দীঘলবাক ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত আব্দুল মালিকের পুত্র শামিম মিয়া (৩৩), ইনাতগঞ্জ ইউনিয়নের তৈয়ব উল্লার পুত্র আরজান মিয়া (৩৫)কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৩০ মার্চ) রাতে গ্রেফতারকৃত ডাকাতরা ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুক আলীর দিকনির্দেশনায় ও এসআই মামুনুর রশীদ এর নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযানে পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুক আলী গ্রেফতারকৃত গরু চুরদের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদের হবিগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Posted ৫:১৯ অপরাহ্ণ | রবিবার, ৩১ মার্চ ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta