আজ, মঙ্গলবার


৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাহুবলে আগুনে ১৪টি দোকান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি

শনিবার, ১৬ মার্চ ২০২৪
বাহুবলে আগুনে ১৪টি দোকান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি
সংবাদটি শেয়ার করুন....
এস এম টিপু সুলতান, হবিগঞ্জ : হবিগঞ্জের বাহুবলে আগুনে ১৪টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্ততঃ অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার বেলা পৌনে ২ টার দিকে উপজেলার মিরপুর চৌমুহনীতে এ ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর বেলায় যখন ব্যবসায়ীরা দোকান বন্ধ করে জুমার নামাজ আদায় করতে মসজিদে যান ঠিক তখনই নামাজের শেষ মুহুর্তে উপজেলার মিরপুর বাজার চৌমুহনীর কলেজ রোডের পূর্ব পাশে অবস্থিত একটি মিষ্টির দোকান ও সেলুনের পিছন দিক থেকে আগুনের ধোয়া দেখা যায়। মুহুূর্তেই আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়ে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও বাহুবল ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টা চেষ্টার ফলে আগুণ নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া দোকানঘরের মধ্যে মিষ্টির দোকান, চায়ের দোকান, সেলুন, কনফেকশনরী, মোবাইল দোকান, ফলের দোকান ও পানের দোকান রয়েছে। এসময় শায়েস্তাগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহসড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা যথাসময়ে ঘটনাস্থলে আসলেও পানি উত্তোলনের সমস্যার কারণে আগুণ নিয়য়ন্ত্রণ আনতে একটু সময় লেগেছে। আগুণের সূত্রপাতের কারণ তদন্ত ছাড়া এই মুহূর্তে বলা যাবেনা। ভষ্মিভুত ১৪টি দোকানে ক্ষয়-ক্ষতির পরিমান আনুমানিক অর্ধ কোটি টাকা।
Facebook Comments Box
advertisement

Posted ৫:২২ পূর্বাহ্ণ | শনিবার, ১৬ মার্চ ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com