আজ, Monday


৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

মৌলভীবাজারের ৪টি আসনে ২৬ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৫ জনের বাতিল

রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬
মৌলভীবাজারের ৪টি আসনে ২৬ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৫ জনের বাতিল
সংবাদটি শেয়ার করুন....
রিপন মিয়া, মৌলভীবাজার প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের ৪টি আসনের মনোনয়নপত্র বাছাই শেষে ২৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ৩ জন স্বতন্ত্র প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
শনিবার (০৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম পরিচালনা করেন জেলা রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাবেল।
মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে বাছাই শেষে ৭জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বাছাইকৃত প্রার্থীরা হলেন খেলাফত মজলিসের লোকমান আহমদ, জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন, গণঅধিকার পরিষদের মোঃ আব্দুন নুর, বিএনপির নাসির উদ্দিন আহমেদ, গণফ্রন্টের মোঃ শরিফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ আমিনুল ইসলাম ও স্বতন্ত্র বেলাল আহমদ।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের বাছাইকৃত প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. সায়েদ আলী, বিএনপির মো. শওকতুল ইসলাম, স্বতন্ত্র নওয়াব আলী আব্বাছ খান, জাতীয় পার্টির মো. আব্দুল মালিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল কুদ্দুস, স্বতন্ত্র মো. ফজলুল হক খান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী।
মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার-রাজনগর) আসনের বাছাইকৃত প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুল মান্নান, বিএনপির নাসের রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জহর লাল দত্ত, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ লুৎফুর রহমান কামালী ও খেলাফত মজলিসের আহমদ বিলাল।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বাছাইকৃত প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুর রব, বাংলাদেশ খেলাফত মজলিসের শেখ নুরে আলম হামিদী, স্বতন্ত্র মো. মহসিন মিয়া, বাসদের মো. আবুল হাসান, জাতীয় নাগরিক পার্টির প্রীতম দাশ, জাতীয় পার্টির মোহাম্মদ জরিফ হোসেন ও বিএনপির মো. মুজিবুর রহমান চৌধুরী।
এছাড়া মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী এম জিমিউর রহমান চৌধুরীর এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় মনোনয়ন বাতিল করা হয়। মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার-রাজনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী রোজিনা নাসেরের এক শতাংশ ভোটারের ক্রমিক ঠিক না থাকায় মনোনয়ন বাতিল হয়। একই আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. ইলিয়াছের রিটার্ন দাখিল না করা ও ফরম পূর্ণ ফিলাপ না থাকায় মনোনয়ন বাতিল হয়। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের প্রার্থী জালাল উদ্দিন জিপুর দলীয় মনোনয়ন ও স্বতন্ত্র প্রার্থী মুঈদ আশিক চিশতীর জমা দেওয়া ভোটারের তালিকা ঠিক না থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।
এর আগে ২৯ ডিসেম্বর মৌলভীবাজার জেলার ৪টি আসনে ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বাছাই শেষে ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়।
জেলা রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাবেল জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে উভয়ের বিরুদ্ধে প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
Facebook Comments Box
advertisement

Posted ৬:২৭ অপরাহ্ণ | রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com