
মোঃ আব্দুল আজিজ(মারজান)
বাহুবল প্রতিনিধিঃ
১০ জানুয়ারী মুক্তিযুদ্ধা কমান্ডার মানিক চৌধুরী সাহেবের ৩৩ তম মৃত্যু দিবস। ১৯৯১ সালের এইদিনে মৃত্যুবরন করেন।
দিনটি গভীর শোক ও শ্রদ্ধায় পালন করেছে বাহুবলের মুক্তিযুদ্ধা পরিবার। আজ বুধবার রাত ১০ ঘঠিকায় বাহুবল ডেকোরেশন কারিগর সমিতির পক্ষথেকে দোয়ার আয়োজন করা হয়
উপস্থিত ছিলেন জনাব এডভোকেট ফজলুর হক (সুজন) এডভোকেট আল আমিন
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব রাজন চৌধুরী. সাবেক ৫নং লামাতাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব টেনু মিয়া সাহেব
এতে মুনাজাত করেন
হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব
বাহুবল কাসিমুল উলুম মাদ্রার শিক্ষক ও বাহুবল বাজার মসজিদের খতীব
এতে আরও উপস্থিত ছিলেন বাহুবল উপজেলার সর্বদলের নেতা কর্মী
কমান্ডার মানিক চৌধুরী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।