আজ, বুধবার


২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

রূপসায় দূর্ণীতিবাজ মেম্বার বাবর আলীকে অপসারণের দাবিতে এলাকাবাসীর গণস্বাক্ষর প্রদান 

রবিবার, ০৩ মার্চ ২০২৪
রূপসায় দূর্ণীতিবাজ মেম্বার বাবর আলীকে অপসারণের দাবিতে এলাকাবাসীর গণস্বাক্ষর প্রদান 
সংবাদটি শেয়ার করুন....
লিটন কুমার রায়, ব্যুরোচীফ:
খুলনার রুপসা উপজেলায় ৩ নং নৈহাটি ইউনিয়নের ৩ নং জাবুসা ওয়ার্ডের মেম্বার বাবর আলীর বিরুদ্ধে চাঁদাবাজি, গাছ চুরি, এবং এলাকাবাসীর সাথে অসাধারণ আচরণ করার অভিযোগ এনে জেলা প্রশাসক খুলনা ও উপজেলা নির্বাহী অফিসার রুপসা বরাবর এলাকাবাসী গণস্বাক্ষর প্রদান করেছেন । তাছাড়া জেলা আওয়ামীলীগ কার্যালয় বরাবর তার দলীয় পদ থেকে অব্যাহতি প্রদানের জন্য একটি আবেদন জমা পড়েছে। জানা গেছে ইউপি মেম্বার বাবর আলীর চাঁদাবাজি, এলজিইডি’র গাছ চুরি, সাংবাদিকের পরিবারের উপর হামলা সহ একাধিক ব্যক্তির সঙ্গে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং অসদআচরণ করার রিপোর্ট একাধিক স্থানীয় ও জাতীয় পত্রিকায়  প্রকাশিত হয়েছে যারই পরিপ্রেক্ষিতে অত্র অঞ্চলের সাধারণ মানুষের ধারণা যে এই ইউপি সদস্য বাবর আলী মুখোশের আড়ালে আরো কতইনা অপরাধ করেছে যেগুলো আমরা জানি না। তাই এ অঞ্চলের সচেতন মহল ও সাধারণ মানুষ এই মেম্বারের সেবার নামে প্রতারণার হাত থেকে বাঁচার জন্য গত ২৮-০২-২০২৪ তারিখে উপজেলা নির্বাহী অফিসার ও ২৯-০২-২০২৪ তারিখে জেলা প্রশাসক এবং খুলনা জেলা আওয়ামী লীগ কার্যালয় বরাবর অব্যাহতি চেয়ে গণস্বাক্ষর প্রদান করেছেন। যেহেতু পত্র পত্রিকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ছিল লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে সেহেতু এ অঞ্চলের প্রতিটি মানুষেরই সংশ্লিষ্ট প্রশাসনের কাছে একটাই দাবি বক্তব্যের সাথে মিল রেখে যেন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়। এ বিষয়ে আরো জানান, দূর্ণীতিবাজ মেম্বারকে তার সকল পদ পদবী থেকে অব্যাহতি প্রদান করে আইনের সুশাসন প্রতিষ্ঠা করিলে এলাকাবাসী চির কৃতজ্ঞ থাকিবে। নিম্নে জাবুসা চৌরাস্তা সহ গ্রামের বসবাসরত গণস্বাক্ষরকারীদের তালিকা প্রকাশ করা হলো: চৌরাস্তার মৃত আলতাপ হোসেনের ছেলে ছোহরাব শেখের ছেলে (০১)মোঃ ফারুক শেখ, মোঃ আখের শেখের ছেলে (২) মোঃ জাহাঙ্গীর শেখ, মৃত ছোহরাব শেখের ছেলে (৩) মোঃ হোসেন শেখ ও তার আপন ভাই মোঃ হাসান শেখের ছেলে (৪) মোঃ রাকিবুল ইসলাম (রাজু) (৫) মোঃ শছীলুদ্দীনের ছেলে মোঃ রফিক,(৬)(৭) বুলুরাই, (৮), পোরো,(৯) কিয়া খাতুন,(১০)সেজো ঠাকুর নারায়ণ,(১১)বিজন,(১২) সাখিনা, (১৩) ইমরান শেখ,(১৪) শিফা বেগম,(১৫) শাহাজাহান,(১৬) জিহাদ শেখ রাহুল, (১৭) রাজিয়া, (১৮) সুমন শেখ, (১৯)মেহেদী হাসান,(২০)জিয়া, (২১) ফয়সাল, (২২)হাদি শেখ (২৩) মোঃ রিয়াজ উদ্দীন সহ অসংখ্য গ্রামবাসী এ গণস্বাক্ষর করেন।
Facebook Comments Box
advertisement

Posted ১:৪২ অপরাহ্ণ | রবিবার, ০৩ মার্চ ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com