মুলাদী (বরিশাল) প্রতিনিধি:
বাংলাদেশ গার্মেন্টস বায়ার্স এসোসিয়েশন (বিজিবিএ) নির্বাচনে বায়ার্স কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মুলাদী উপজেলার বাসিন্দা মো. ফজলুল হক সাঈদ। শনিবার ঢাকার বারিধারায় ডিওএইচএসে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বায়ার্স কাউন্সিলর নির্বাচিত হন। মো. ফজলুল হক সাঈদ মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের মৌলভী এমদাদুল হকের ছেলে। তিনি রাজধানীর উত্তরার নিলীমা ফ্যাশন ওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচন সংশ্লিষ্টরা জানান, বিজিবিএ নির্বাচনে ৫৭০ ভোটের মধ্যে ফজলুল হক সাঈদ ৩১৭ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে। ফজলুল হক সাঈদ বিজিবিএ কাউন্সিলর নির্বাচিত হওয়ায় মুলাদী উপজেলার বিভিন্ন স্তরের মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Posted ২:০৯ অপরাহ্ণ | শনিবার, ০২ মার্চ ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta