
আফজালুর রহমান উজ্জ্বল :
আসন্ন উপজেলা নির্বাচনে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হতে চান দুইবারের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিনা সারোয়ার। জানা যায়, তিনি দুই মেয়াদে ১০ বছর মহিলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালন করাকালীন সময়ে তিনি উপজেলার সর্বত্র উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করে জনমনে স্থান করে নিয়েছিলেন একজন নিবেদিত জনপ্রতিনিধি হিসেবে। তিনি সদা হাস্য উজ্জ্বল ভাবে উপজেলা বাসির সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেন। এলাকার মানুষের সাথে কুশল বিনিময়ে তার রয়েছে অন্যরকম প্রশংসা। তাছাড়াও তিনি একজন বিশিষ্ট সমাজসেবক। এছাড়াও তিনি নারীদের অধিকার আদায়ের একজন লড়াকু সৈনিক হিসেবে এলাকায় সু-পরিচিত। এলাকার নারীদের অধিকার আদায়ের যে কোনো কর্মসূচিতে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী “সেলিনা সারোয়ার” ইতিমধ্যেই উপজেলার বিভিন্ন স্থানে জনসংযোগ, উঠান বৈঠকসহ নানা প্রচারণা চালাচ্ছেন। সেলিনা সারোয়ার বলেন, আসন্ন হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনে আমি পুনরায় মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হতে চাই। হোসেনপুর উপজেলার সকল শ্রেণির পেশার মানুষের সুচিন্তিত মতামতের ভিত্তিতে একটি সমৃদ্ধশালী স্মার্ট উপজেলায় রুপান্তরিত করতে চাই। উপজেলাবাসীর দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি। উল্লেখ্য: সেলিনা সারোয়ার উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক আনুহা গ্রামের কৃতি সন্তান মো. সারোয়ার রানা সাহেবের সহধর্মিনী।