আখতার হোসাইন : হবিগঞ্জের মাধবপুরে এসএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল করায় ফারজানা সুলতানা প্রীতি( ১৬)নামের এক পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে আদাঐর ইউনিয়নের নজরপুর গ্রামের এ ঘটনা ঘটে।” পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরিবারের সদস্যদের অগোচরে ঘরের আঁড়ার সাথে ফাঁস দেয় ফারজানা।’ ফারজানা নজরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের মেয়ে।”সে মাধবপুর উপজেলার গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসাবে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল বলে জানা গেছে।”
গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন জানান, আত্মহত্যার খবরটি আমরা খুবই মর্মাহত । সে কেন এমনভাবে আত্মহননের পথ বেছে নিল বুঝতে পারছি না।’ তবে কোন বিষয়ে ফারজানা সুলতানা প্রীতি ফেল করেছে তা জানাতে পারেননি তিনি।” খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীর লাশ উদ্ধার করে।”
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যাহ সত্যতা নিশ্চিত করে জানান,‘খবর পেয়ে ওসি তদন্ত সহ পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এবং প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Posted ১০:১১ পূর্বাহ্ণ | শনিবার, ১২ জুলাই ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta