স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) জীবিকা পবা প্রকল্পের আওতায় ৪১১টি অসহায় পরিবারের হাতে ৪৬ লাখ ৮৫ হাজার টাকার যাকাত তহবিল তুলে দেয়া হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় এ তহবিল হস্তান্তর অনুষ্ঠান হয়।এতে সভাপতিত্ব করেন নাবিল গ্রুপের চেয়ারম্যান জাহান বকস মন্ডল। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ মো. আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার আব্দুল ওয়াদুদ।এ সময় প্রকল্পভুক্ত কয়েকজন নারী সদস্য নিজেদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরেন। তারা জানান, জীবিকা প্রকল্পের সহায়তায় তারা স্বাবলম্বী হওয়ার পথে এগুচ্ছেন এবং তারা পরিবারের স্বপ্ন পূরণে আশাবাদী। অনুষ্ঠানে সিজেডএম এর সহকারী মহাব্যবস্থাপক এনামুল হক ও করপোরেট অ্যাফেয়ার্স প্রধান কর্নেল (অব.) মো. জাকারিয়া হোসেন প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন। তারা জানান, ২০০৮ সাল থেকে সিজেডএম প্রায় ১৭ লাখ মানুষের কাছে শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকা উন্নয়নের সেবা পৌঁছে দিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, এ প্রকল্পের মাধ্যমে খাদ্য, ওষুধ, কম্বল, শিক্ষা সহায়তা, ঘর নির্মাণ, স্বাস্থ্যসেবা, মাতৃসেবা ও চক্ষু চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া টিউবওয়েল ও স্যানিটারি ল্যাট্রিন স্থাপন, গবাদিপশু পালন, মাছ চাষ, ক্ষুদ্র ব্যবসা ও হাঁস-মুরগি পালনের সুযোগ করে দেয়া হচ্ছে। একই সঙ্গে ভিক্ষাবৃত্তি থেকে মুক্তি, সুদমুক্ত ঋণ ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণও দেয়া হচ্ছে। কৃষিবিদ আমিনুল ইসলাম বলেন, সদস্যদের সফলতার গল্প শুনে তিনি সন্তুষ্ট। ভবিষ্যতে সিজেডএম এর সঙ্গে যৌথভাবে যাকাতের অর্থ আরো কার্যকরভাবে ব্যয় করার আশ্বাস দিয়ে তিনি জানান, এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে তিন কোটি ৭০ লাখ টাকা দেয়া হয়েছে। বর্তমানে ৪১১টি পরিবার এ সুবিধা পাচ্ছে, যা পর্যায়ক্রমে ১০ হাজার পরিবারে সম্প্রসারণ করা হবে। সমাপনী বক্তব্যে চেয়ারম্যান জাহান বকস মন্ডল বলেন, সিজেডএম শুধু অর্থ সহায়তা দিচ্ছে না, মানুষের আত্মবিশ্বাসও ফিরিয়ে দিচ্ছে। পবায় যে আলোর শিখা জ্বলেছে, তা একদিন সারা দেশে ছড়িয়ে পড়বে। অনুষ্ঠানের শেষ ধাপে ১৪টি দলের নেত্রীদের হাতে যাকাত তহবিলের চেক তুলে দেয়া হয়।
Posted ৯:৪৩ অপরাহ্ণ | শনিবার, ০৪ অক্টোবর ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta