গণবার্তা রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) সঙ্গে ব্যাংক এশিয়া প্রথম পারপেচুয়াল বন্ডের তালিকাভুক্তিকরণ চুক্তি সই করেছে। গতকাল ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ এবং ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সাইফুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ, লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রধান মো. রবিউল ইসলাম, ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এএনএম মাহফুজ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন দাসসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা। বন্ডটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।
Posted ৩:২৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ জানুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta