সাকিব খান, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় যৌতুকের দাবীতে বদ্ধঘরে গৃহবধুকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের পূর্বগোয়াইল গ্রামের আজিজ শিকদারের ছেলে কালাম শিকদার ঢাকায় অবস্থানকালে প্রেমের সম্পর্ক করে হিজলা উপজেলার ময়না বেগম নামের এক মেয়েকে বিয়ে করে। পরবর্তীতে কালাম ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন সময় যৌতুকের দাবীতে ময়না বেগমের ওপর নির্যাতন চালিয়ে আসছিলো। কিছুদিন আগে কালাম শিকদার স্ত্রী ময়নাকে পিতার বাড়ি থেকে ৫০ হাজার টাকা আনার জন্য চাপ প্রয়োগ করে। দরিদ্র পরিবার থেকে টাকা আনতে অস্বীকার করলে কালাম শিকদার ও পরিবারের লোকজন ময়না বেগমকে ঘরে বন্ধি করে শারীরিক নির্যাতন চালায়। এ ঘটনায় ময়না বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে আগৈলঝাড়া থানার এসআই মনির হোসেন অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।