ঢাকারবিবার , ২৩ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে কৃষকের বরাদ্দকৃত  ৫শ বস্তা ইউরিয়া সার বোঝাই ট্রাক সহ এক কালো বাজারী গ্রেপ্তার

মোস্তাফিজার রহমান, দিনাজপুর প্রতিনিধি
জুলাই ২৩, ২০২৩ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর জেলা গোয়ন্দা শাখার(ডিবি)তৎপরতায় সরকারী ভাবে কৃষকের জন‍্য বরাদ্দকৃত ইউরিয়া সার কালোবাজারে পাচারকালে ৫শ বস্তা সার বোঝাই একটি ট্রাক সহ ১জনকে হাতে নাতে গ্রেফতার করেছে পুলিশ ।
২৩ জুলাই রবিবার দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ তথ‍্য নিশ্চত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস)আবদুল্লাহ আল মাসুম।প্রেস বিজ্ঞপ্তিকালে সাংবাদিকদের বলেন গত ২২জুলাই জেলা গোয়েন্দা শাখার জিডি নং ১৮৬ মুলে কোতয়ালী থানাসহ অত্র জেলার বিরল ও বোচাগঞ্জ উপজেলায় চুরি ছিনতাই প্রতিরোধ ও মাদকদ্রব‍্য উদ্ধার ডিউটি করাকালীন সময়ে পুলিশ সুপার মোঃ শাহ ইফতেখার আহম্মেদ পিপিএম এর দিক নির্দেশনা ও তত্বাবধানে অভিযান করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক ১টার সময় দিনাজপুর কোতয়ালী থানাধীন পুলহাট বিসিআইসি(বাফার)সার গোডাউন থেকে কতিপয় চোরাকারবারী এক ট্রাক ইউরিয়া সার (যাহার মুল‍্য ৬লক্ষ পঞ্চাশ হাজার টাকা) অবৈধভাবে পাচারকালে ৪টা ১৫মিনিটে বোচাগঞ্জ উপজেলার দকচাই মোড়ে সার ডেলিভারি নিতে আসা বোচাগঞ্জ থানার কেরাল গাঁও এলাকার মোঃ নূরুল ইসলামের ছেলে মোঃ সাদেকুল ইসলাম(৩৮)কে সার বোঝাই ট্রাকসহ (যাহার রেজি নং ঢাকা মেট্রো -ট-২০-১৩৫৫) হাতে নাতে আটক করা হয়। মোঃ সাদেকুল ইসলামকে জিজ্ঞাসাবাদে পলাতক আসামী শামীম সহ অজ্ঞাতনামা ডিলার ও বাফার কতিপয় অজ্ঞাতনামা ব‍্যক্তির যোগসাজসে উক্ত সরকারী বরাদ্দকৃত সার গুলি কালোবাজারে পাচার করা হতো বলে তিনি জানায়।এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার বলেন আসামীর কাছ থেকে এর মুল হোতাদের তথ‍্য নিতে আদালতের কাছে ৫দিনের রিমান্ড আবেদন করা হবে।সংশ্লিষ্ট ঘটনার সাথে যত বড় নেতা বা কর্মকর্তাই জড়ীত থাকুক না কেনো কাউকেই ছাড় দেয়া হবে না।পুলিশ সুপারের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম আবদুল্লাহ আল মামুনের পরিকল্পনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্য এফএম মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ মোতালেব হোসেন সহ সংগীয় ফোর্সের সহায়তায় অভিযানটি পরিচালনা করা হয়।আসামী মোঃ সাদেকুল ইসলাম এবং পলাতক আসামী শামীমসহ অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়।যাহার এফ আই আর নং-১৪।সার বহনকারী ট্রাকের চালক হাবীব বলেন আমি পাবনা থেকে ট্রাক লোড করে দিনাজপুরে এসেছি।এখানে এসে পুলহাট সার গোডাউন থেকে শামীম নামের একজন সার নিয়ে বোচাগঞ্জ পৌছায় দিতে বলেছে এর থেকে আমি আর কিছু জানি না।পুলহাট সার গোডাউনের বি সি আইসি(বাফার)ইনচার্য মোঃ মাহাবুব আলমের সাথে যোগাযোগ করতে গেলে তাকে অফিসে পাওয়া যায়নি।মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি বাসায় অবস্থান করায় যোগাযোগ সম্ভব হয়নি।তবে পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয় সার কালো বাজারীর সাথে জড়িতদের বের করে পারবর্তীতে এ তথ‍্য জানানো হবে।এছাড়াও দিনাজপুর জেলা পুলিশের নির্দেশনায় বিশেষ ধরনের অপরাধ পরিলক্ষিত হওয়ায় কম্বাইন্ড ইউনিট অপারেশনাল টিমকে মাঠে নামানোর পাশাপাশি সাইবার ক্রাইম বন্ধে জেলা পুলিশ বিশেষ অবদান রেখে চলেছে।যা ইতি পূর্বে হারিয়ে যাওয়া, ছিনতাই হওয়া,চুরি যাওয়া অনেক মোবাইল উদ্ধার করে মোবাইলের প্রকৃত মালিকদের ফেরত দেবার পাশাপাশি সাইবার ক্রাইম বন্ধে জেলা পুলিশ বিশেষ ভাবে কাজ করে চলছে বলে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম আবদুল্লাহ আল মাসুম জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।