গণবার্তা রিপোর্টার :
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সম্প্রতি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর সাথে গ্রুপ বীমার চুক্তি স্বাক্ষর করেছে। প্রগতি লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. জে. আজিম ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রগতি লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (গ্রুপ বীমা) মো. রফিকুল আলম ভূঁইয়া এবং ইভিপি (গ্রুপ বীমা) মীর মো. শফিউল আলম কমল এবং শাহজালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাইনুদ্দিন চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম আক্তার হোসেন, এসইভিপি ও সিএফও মো. জাফর সাদেক, এফসিএ এবং এসভিপি ও প্রধান, মানব সম্পদ বিভাগ এ. কে. এম. হাসান রহিম উপস্থিত ছিলেন।
Posted ৫:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta