শাহ পরাণ সুজন : সম্প্রতি এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ১৯ তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী পরিচালক হলেন মিস. ফারিয়া মোস্তাফিজ অর্নিশা। তিনি উজিরপুর ফিশ পার্ক এর প্রতিনিধি জনাব এ. কে. এম. মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।
তিনি বাংলাদেশের স্বনামধন্য শিল্পপতি এবং এনআরবিসি ব্যাংকের পরিচালক ও রিক্স ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জনাব এ. কে. এম. মোস্তাফিজুর রহমান ও ড. তামান্না মোস্তাফিজ দম্পতির কনিষ্ঠ কন্যা। মিস. ফারিয়া মোস্তাফিজ অর্নিশা আইনের ছাত্রী, সে দেশ-বিদেশে আইন, আর্থিক বিধি ও প্রবিধান, বিনিয়োগ এবং ব্যবস্থাপনার উপর বেশ কয়েকটি প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। তিনি একজন তরুণ সম্ভাবনাময় এবং উদ্যমী উদ্যোক্তা ব্যবসায়ী। তিনি উজিরপুর ফিস পার্ক লিমিটেড ও প্যান্ডামিক এগ্রো ফিশারিজ এর পরিচালক।
এছাড়াও তিনি ড. তামান্না মোস্তাফিজ ফাউন্ডেশন, এ. কে. এম. মোস্তাফিজুর রহমান স্কুল এন্ড কলেজ ও জাতীয় পর্যায়ে এনজিও ভোষ্ট এ জড়িত থেকে জনহিতকর কার্যক্রম পরিচালনা করছেন।
Posted ২:১১ অপরাহ্ণ | রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta