
ফজলুল হক, স্টাফ রিপোর্টার :
মঙ্গলবার দিনব্যাপী গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স’ এর এক উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। দেওয়ানগঞ্জ এরিয়া অফিসের আয়োজনে দেওয়াণগঞ্জ টাওয়ারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এরিয়া ম্যানেজার খাদেমুল ইসলাম অলিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান প্রিন্স, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় প্রধান মোঃ আব্দুস সালাম,ডেপুটি রিজিওনাল ম্যানেজার আব্দুস সবুর, ব্রাঞ্চ ম্যানেজার রিয়াদ হাসান হৃদয়ের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ফজলুল হক ইউনিট ম্যানেজার আব্দুর রহিম, সুনীল চন্দ্র দাস, মুনাজ্জিয়া আক্তার, রুহুল আমিন হারুন, এস এম দেলোয়ার হোসেন, খুশি আক্তার, মরিয়ম আক্তার দিতি, নুরজাহান সহ আরো অনেকে। এ উন্নয়ন কর্মশালায় বিভিন্ন এলাকা থেকে আগত ৬০ জন কর্মকর্তা- কর্মি অংশ গ্রহণ করে।