গণবার্তা রিপোর্ট :
আন্তর্জাতিক মান অনুসরণ করে দেশের বীমা কোম্পানিগুলোর বার্ষিক প্রতিবেদন তৈরির আহ্বান জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড.এম আসলাম আলম।
রোববার নন-লাইফ বীমা কোম্পানিগুলোর প্রধান অর্থনৈতিক কর্মকর্তাদের (সিএফও) জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করে তিনি এ আহ্বান জানান।
বীমা চুক্তিতে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড (আইএফআরএস ১৭) নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আইডিআরএ চেয়ারম্যান।
এ সময় বীমা প্রতিষ্ঠানের সিএফওদের আন্তর্জাতিক মান অনুসরণ করে বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করার নির্দেশনা দেন তিনি। কর্মশালায় সিএফওদের আইএফআরএস ১৭ নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশের ফেলো মেম্বার আশিক ইকবাল, এফসিএ।
আইডিআরএ জানায়, এই কর্মশালার মূল উদ্দেশ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ন্ড ও অডিট রিপোর্টিং স্ট্যান্ডার্ন্ড অনুসরণ করে বীমাকারী প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদন প্রণয়ন এবং আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ।
Posted ৩:২৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta