স্টাফ রিপোর্টার : ১১ আগস্ট ২০২৪ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর উদ্যোগে সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সকল এসভিপি, ইভিপি ও এসইভিপি পর্যায়ে কর্মকর্তাদের নিয়ে ব্যবসা বৃদ্ধির উদ্দেশ্যে জুম মিটিং অনুষ্ঠিত হয়।
জুম মিটিং এ সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদার। সে সময় কোম্পানির বোর্ড রুমে উপস্থিত ছিলেন সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের এইচ. এম. মিলন রহমান (এসইভিপি), শরীফ মো. শহিদুল ইসলাম (এসইভিপি), মো. জসিম উদ্দিন (এসইভিপি), মোহাম্মদ জহিরুল ইসলাম (এসইভিপি), মোহাম্মদ ইমরান (এসইভিপি), মোহাম্মদ হাসান খান (এসইভিপি) এবং ঢাকার বাহির থেকে জুম মিটিং এ যুক্ত ছিলেন মো. রোস্তম আলী (এসইভিপি) রংপুর, মো. বেলায়েত হোসেন মিলন (এসইভিপি) খুলনা, এম. আমিনুল ইসলাম চৌধুরী (এসইভিপি) সিলেট, এবং মো. হাফিজুল ইসলাম তালুকদার (এসইভিপি) বগুড়া, সহ সকল ইভিপি ও এসভিপিগণ।
Posted ১০:১২ পূর্বাহ্ণ | রবিবার, ১১ আগস্ট ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta